► ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এবং ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস’ হচ্ছে বলে দাবি করেন।
► ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেন, ইসরায়েল কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে সরাসরি হামলা চালিয়েছে।
► রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।
► পাল্টাপাল্টি হামলার মধ্যে নিরাপত্তার স্বার্থে পাকিস্তান আপাতত ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে।
► ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ আগের মতো কার্যকর না হওয়ায় সাধারণ নাগরিকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
► ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরানের মোট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের এক-তৃতীয়াংশ ধ্বংস করে দিয়েছে।
► ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, পারমাণবিক আলোচনা অব্যাহত রাখতে হলে যুক্তরাষ্ট্রকে আগে ইসরায়েলের হামলার নিন্দা জানাতে হবে।
► ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানিদের ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
► রবিবার রাতে ইরানের হামলায় ইসরায়েলের অন্তত আটজন নিহত হয়েছেন।
► ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র সংঘাতের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ইসরায়েলে থাকা চীনা নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে বেইজিংয়ের দূতাবাস।
► ইরানের আকাশসীমা স্থানীয় সময় বেলা ২টা পর্যন্ত বন্ধ থাকবে। দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ খবর জানিয়েছে।
এ ছাড়া ইরানের হামলায় হাইফার বাজান তেল শোধনাগারে ভয়াবহ ক্ষতি হয়েছে। ইসরায়েলের এই তেল শোধনাগার প্রতিষ্ঠান বাজান গ্রুপ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের একটি বিদ্যুৎ ও স্টিম উৎপাদনকারী পাওয়ার স্টেশন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে প্রতিষ্ঠানটির সব রিফাইনারি স্থাপনা বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল সোমবার বাজান গ্রুপ জানায়, হাইফা উপসাগরে অবস্থিত তাদের তেল শোধনাগারে ইরানি হামলায় তিনজন কর্মচারীও নিহত হয়েছেন।