বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দুই দিনের যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করেছন। গতকাল বৃহস্পতিবার মোদির সঙ্গে মাস্কের বান্ধবী শিভন জিলিস এবং তাদের তিন সন্তানও উপস্থিত ছিলেন। এনডিটিভির প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।
ব্লেয়ার হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে মোদি ইলন মাস্কের সন্তানদের বই উপহার দিয়েছেন। বইগুলো হলো নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের দ্য ক্রিসেন্ট মুন, দ্য গ্রেট আর কে নারায়ণের সংগ্রহ এবং পণ্ডিত বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা গেছে মাস্কের সন্তানরা বই পড়ছে।
সোশ্যাল মিডিয়ায় মোদি একটি পোস্টে বলেছেন, ‘ইলন মাস্কের পরিবারের সঙ্গে দেখা করে এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পেরে আনন্দিত হয়েছি।প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে, মোদি এবং মাস্ক উদ্ভাবন, মহাকাশ অনুসন্ধান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র-ভারত সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। তাদের আলোচনায় উদীয়মান প্রযুক্তি, উদ্যোক্তা এবং সুশাসনের ক্ষেত্রে সহযোগিতা আরো গভীর করার সুযোগগুলোও তুলে ধরা হয়েছে।
মোদির সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, মার্কিন রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা এবং বিদেশ সচিব বিক্রম মিস্রি। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির দেখা করার কয়েক ঘন্টা আগে এই বৈঠকটি হয়েছিল।
এ ক্যাটাগরির আরো নিউজ..