গাজায় ইসরায়েলের গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পূর্ব ঘোষিত ‘স্বাধীনতা কনসার্ট’ এক দিন পিছিয়েছে বিএনপি। দেশের চার জেলায় আয়োজিত এই অনুষ্ঠান ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল করা হবে বলে জানানো হয়েছে।সোমবার (৭ এপ্রিল) কনসার্ট আয়োজক সংগঠন ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এ সিদ্ধান্তের কথা জানান।এদিন রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল।সেখানে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সাংবাদিকদের জানানো হয়েছে, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যায় ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ নিন্দা ও প্রতিবাদ জানায়। এ জন্য আগামী ১১ এপ্রিল রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে পূর্বনির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ এক দিন পিছিয়ে ১২ এপ্রিল সর্বজনীনভাবে উদযাপন করা হবে।প্রতিনিধিদলে এ্যানি ছাড়া উপস্থিত ছিলেন ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর কোষাধ্যক্ষ ও ঢাকা টিমের প্রধান সমন্বয়ক সুলতান সালাহউদ্দিন টুকু, সদস্য আবদুল মোনায়েম মুন্না, এস এম জিলানী ও জাহিদুল ইসলাম রনি প্রমুখ।