রাজধানীর উত্তরা ক্লাবে ৩০ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয় স্টেপিং স্টোন ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ (SISB)-এর বার্ষিক অনুষ্ঠান। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ, উপাচার্য, রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন জনাব এ কে এম আশরাফুল হক প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. লে. কর্নেল. মাহমুদ আলম (অব:), রেজিস্ট্রার, রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়, সালাউদ্দিন চৌধুরী, চেয়ারম্যান, এসি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ; ও পরিচালক ডিবিসি নিউজ চ্যানেল; মাকসুদা খান মিশা, ব্যবস্থাপনা পরিচালক, স্টাইলিশ গার্মেন্টস লিমিটেড; সারওয়াত মাসুদা রেজা- কান্ট্রি লিড, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট, ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ফারজানা হক রোজি , পরিচালক (অর্থ), স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুল, নকিব হায়দার, একাউন্ট ম্যানেজার, এক্সামিনেশন সার্ভিস, ব্রিটিশ কাউন্সিল ঢাকা, মি. তানভীর হাসান রোমান, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, লার্নিং রিসোর্স নেটওয়ার্ক, ঢাকা, ক্যাপ্টেন জয়নাল আবেদীন ,স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আফরোজা হক চৌধুরী, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুল। অনুষ্ঠানটির আলোচনা পর্ব পরিচালনা করেন – আয়েশা আজগার, রাদিয়া নাহার এবং সাংস্কৃতিক পর্বটি পরিচালনায় ছিলেন -মুনিয়া রহমান ও মিশাএলা আন্তারা ফাইরুজ।
শিক্ষার্থীদের নৃত্য, গান, আবৃত্তি ও নাট্য পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। অতিথিরা শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা এবং স্কুলের সৃজনশীল ও নৈতিক বিকাশে অবদানকে প্রশংসা করেন।স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুল ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।