নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তেলবাহী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১০টায় উপজেলার মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উল্টোপথে আসছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। নিহতদের দুই মোটরসাইকেল আরোহী হলেন শাওন ও ওবায়দুল্লাহ। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের মদনপুরস্থ দেওয়ানবাগ এলাকার চট্টগ্রামগামী লেনে তেলবাহী লরির সঙ্গে উল্টোপথে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। তখন ঘটনাস্থলের আশপাশে থাকা মানুষ লরিটি আটকে রাখে। তবে চালক পাালিয়ে যান। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, ‘তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরই গাড়িচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।