কুমিল্লার রাণীর বাজারে অবস্থিত কাস্টমসের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ মার্চ) বিকাল ৩টার দিকে গোডাউনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ৩টি গাড়ি সম্পূর্ণ পুড়ে যায় বলে জানিয়েছেন গোডাউনের কর্মকর্তা শামসুল আলম। তিনি জানান, বিকেল ৩টার দিকে গোডাউনে হঠাৎ করে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাই। তাৎক্ষণিক আমি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করি। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে আগুনে দুটি গাড়ি ও অন্যান্য মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক ইকবাল হোসেন জানান, গোডাউনটিতে ৩১টি গাড়ি ছিল। আগুনে তিনটি গাড়ি পুড়ে যায়। বাকি ২৮টি গাড়ি আমরা উদ্ধার করতে পেরেছি। তিনি বলেন, গোডাউনের পাশে গাছের শুকনা পাতায় কেউ হয়তো আগুন লাগানোর পর আর নেভায়নি।সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।