কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী রাশেদুল ইসলাম (২৪) নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার সময় বিত্তিপাড়া কবরস্থানের সামনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। রাশেদুলের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায়।
পুলিশ জানায়, সোমবার ভোর ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ঝিনাইদহগামী শ্যামলী পরিবহনের ইঞ্জিন কাভারে বসে ক্যাম্পাসে যাচ্ছিলেন।এ সময় কুষ্টিয়া-ঝিনাইদহ বিত্তিপাড়া কবরস্থানের সামনের সড়কে বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ইঞ্জিন কাভারে বসে থাকা শিক্ষার্থী রাশেদুল মুখে ও চোয়ালে প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে নিহতের সহপাঠীরা হাসপাতালে ছুটে আসে। তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত শ্যামলী পরিবহনের বাস ও ট্রাকটি জব্দ করেছে। নিহতের লাশ জয়পুরহাটের পাঁচবিবিতে পাঠানো হয়েছে।কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। এ ছাড়া বাস ও ট্রাকচালকদের আটকের চেষ্টা চলছে।