আকাশযানে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে সরকার। অভ্যন্তরীণ ফ্লাইটে বাংলাদেশি ক্রেতার ক্ষেত্রে প্রতি লিটার ৯৩ দশমিক ৫৭ টাকা থেকে বাড়িয়ে ৯৮ দশমিক ২ টাকা করা হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি ক্রেতার থেকে প্রতি লিটার শূন্য দশমিক ৬০৬৬ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৬৪০১ ডলার নির্ধারণ করা হয়েছে।
এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া কিছুটা বেড়ে যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।নতুন এই দর আজ সোমবার রাত ১২টা থেকে কার্যকর হবে।সোমবার (১৪ জুলাই) নতুন এই দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।দাম বাড়ানোর আগে বিইআরসির কার্যালয়ে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম ৪ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে এবং আন্তর্জাতিক ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বেড়েছে ৫ দশমিক ৫২ শতাংশ।জানা গেছে, বিপিসি প্রতিবছর প্রায় ৬ লাখ মেট্রিক টন জেট ফুয়েল আমদানি করে থাকে, যা স্থানীয় ও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর চাহিদা পূরণে ব্যবহৃত হয়।এছাড়াও দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান কনডেনসেট পরিশোধনের মাধ্যমে সীমিত পরিমাণে জেট ফুয়েল উৎপাদন করে বিপিসিকে সরবরাহ করে।