স্পার্সের বিবৃতিতে বলা হয়েছে, ‘থমাস ফ্রাঙ্ক একজন আধুনিক ও উদ্ভাবনী কোচ, যার খেলোয়াড় ও দল গঠনের দারুণ রেকর্ড রয়েছে।সামনে যে চ্যালেঞ্জগুলো আসছে, তার নেতৃত্বে দল প্রস্তুতি নেবে –সেই প্রত্যাশাই আমাদের।’থমাস ফ্রাঙ্কের সঙ্গে ব্রেন্টফোর্ড থেকে আরো তিনজন কোচ টটেনহামে যোগ দিচ্ছেন— জাস্টিন কোক্রেন (সহকারী কোচ), ক্রিস হাসলাম (পারফরম্যান্স প্রধান ও সহকারী কোচ), জো নিউটন (বিশ্লেষক)। পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আসছেন আন্দ্রেয়াস জর্জসন (সহকারী কোচ)।ব্রেন্টফোর্ড ক্লাবও আবেগঘন বার্তায় বিদায় জানিয়েছে তাদের দীর্ঘদিনের কোচকে।২০১৬ সালে সহকারী কোচ হিসেবে যোগ দেওয়া ফ্র্যাঙ্ক ২০১৮ সালে প্রধান কোচের দায়িত্ব নেন।ব্রেন্টফোর্ডের ফুটবল পরিচালক ফিল জাইলস বলেন, ‘ডিন স্মিথের জায়গায় থমাস আসার পর থেকেই সে ক্লাবের ভবিষ্যৎ ভিশন বুঝে নিয়েছিল। ওর মেধা, কোচিং দক্ষতা ও আবেগীয় বুদ্ধিমত্তা ক্লাবকে বদলে দিতে বড় ভূমিকা রেখেছে।’