ঘটনার সময় ৩৮ বছর বয়সী সুয়ারেজ সাউন্ডার্সের এক কর্মকর্তার দিকে থুথু নিক্ষেপ করেন বলে অভিযোগ প্রমাণিত হয়েছে। শৃঙ্খলা কমিটির বিবৃতিতে জানানো হয়, এই নিষেধাজ্ঞা আগামী মৌসুমের লিগস কাপে কার্যকর হবে।তবে মেজর লিগ সকার (এমএলএস) চাইলে আলাদাভাবে শাস্তি দিতে পারে।এর আগে বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক পোস্টে ক্ষমা চান সুয়ারেজ। তিনি লিখেছেন, ‘এটি ছিল প্রচণ্ড হতাশার মুহূর্ত। ম্যাচ শেষে যা ঘটেছে, তা হওয়া উচিত ছিল না।তবে আমার প্রতিক্রিয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে অনুতপ্ত।’সুয়ারেজের পাশাপাশি ইন্টার মায়ামির আরেক তারকা সার্জিও বুসকেতটসকে দুই ম্যাচ এবং তরুণ ডিফেন্ডার তমাস আভিলেসকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে সিয়াটল সাউন্ডার্স কোচিং স্টাফের সদস্য স্টিভেন লেনহার্টকে পাঁচ ম্যাচের জন্য সাইডলাইনে থাকতে হবে।