ব্যক্তিগত ৩৬৭ রানে অপরাজিত থাকার সময় প্রোটিয়াদের প্রথম ইনিংস ঘোষণা করে দিলেন অধিনায়ক মুল্ডার।তাতে অক্ষত থাকল লারার রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতেই যে রেকর্ডের পেছনে ছোটেননি, দ্বিতীয় দিন শেষে তেমনটিই জানিয়েছেন। সঙ্গে এমনটাও জানিয়েছেন আবার কখনো সুযোগ পেলেও রেকর্ড ভাঙবেন না তিনি।মুল্ডার বলেছেন, “ব্রায়ান লারা কিংবদন্তি।তাঁর ৪০০ রান ছিল ইংল্যান্ডের বিপক্ষে। তাঁর মতো কারো কাছে রেকর্ডটা থাকা বিশেষ কিছু। যদি আবার কখনো সুযোগ পাই, সম্ভবত একই কাজ করব। শুকসের (প্রোটিয়াদের কোচ শুকরি কনরাড) সঙ্গেও কথা বলেছি, তিনিও বলেছেন, ‘রেকর্ডটা কিংবদন্তির কাছে রাখতে দাও।লারার কাছেই রেকর্ডটা থাকা উচিত।’’’ লারার রেকর্ড না ভাঙলে প্রোটিয়াদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন মুল্ডার। কিংবদন্তি ওপেনার হাশিম আমলার ৩১১ রানের ইনিংসে ছাড়িয়ে গেছেন তিনি। একটা তালিকায় অনন্য তিনি। বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে অভিষেকে ট্রিপল সেঞ্চুরি করেছেন।