এখন হাতে কম কাজ নিচ্ছি।সামনের মাসেই নতুন ছবি ‘সাইলেন্স’ মুক্তি পাবে। সংগীত পরিচালক ইমন সাহা দাদার প্রথম নির্মাণ। এই ছবিটি নিয়ে আমাদের অনেক আশা। দেশে মুক্তির পর আন্তর্জাতিক পরিসরেও মুক্তি পাবে।বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও অংশ নেবে ছবিটি। সেগুলোতেও আমাকে উপস্থিত থাকতে হবে। ফলে এই মুহূর্তে বেশি কাজ করার সুযোগ পাব না। আজ (১৯ আগস্ট) একটা ফটোশুট করলাম।দুপুরে আচমকা বৃষ্টির কারণে বেশির ভাগ শুট ইনডোরে করতে হলো।
সহশিল্পী হিসেবে আপনি মোশাররফ করিমকে কত মার্ক দেবেন?
এক শতে এক শ। তিনি সত্যিই জিনিয়াস। আমার বাবার বাড়ি সিলেট, মায়ের বাড়ি ময়মনসিংহ। আমি কথা বলার সময় সিলেট আর ময়মনসিংহের ভাষাই গুলিয়ে ফেলি, অন্য অঞ্চলের ভাষা হলে তো কথা নেই। এদিকে ‘জামাই বউ অতি চালাক’ নাটকটিতে গ্রামের ভাষায় সংলাপ বলতে হবে। কী যে করি! তখনই মোশাররফ ভাই আমাকে বললেন, ‘তুমি একটা কাজ করো, ময়মনসিংহের ভাষায় সংলাপ বলো। যেহেতু তুমি ওই অঞ্চলের ভাষা কিছুটা হলেও পারো।’ ভাইয়ের সাহসে ময়মনসিংহের আঞ্চলিক ভাষাতেই নাটকটি করলাম। এখন তো সফলও হয়েছি। এটাই হলো মোশাররফ ভাই। সহশিল্পীকে কিভাবে বিপদে উদ্ধার করতে হয় তিনি ভালো করে জানেন।
‘অন্তর্বর্তী’ ও ‘রুখসার’ নামে দুটি ছবিতে যুক্ত হয়েছিলেন। ছবি দুটির এখন কী অবস্থা?
‘অন্তর্বর্তী’র শুটিং তো শেষ করেছি আগেই। ডাবিংও হয়ে গেছে। অন্যদিকে ‘রুখসার’-এর কিছুটা শুটিং বাকি আছে। সেটা হয়তো কিছুদিন পরে শুরু হতে পারে। এই ছবি দুটির গল্পও আমাকে ঘিরে। দর্শকের ভালো লাগবে।
ওটিটিতে আর কাজ করছেন না?
আপাতত নতুন খবর নেই। আসলে ওটিটি প্ল্যাটফর্মে কাজ কমে গেছে। যাঁরা নিয়মিত এখানে কাজ করতেন তাঁদেরও তো আপডেট পাচ্ছি না। দেখা যাক, আবার প্ল্যাটফর্মটি চাঙ্গা হলে আমিও কাজ করব।