এবার পৌষের বেশিরভাগ সময় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করেছে এক অঙ্কে। মঙ্গলবার সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
শীতের তীব্রতা বেশি থাকছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। কুয়াশা কমলেও উত্তরের ঠান্ডা বাতাসে দুর্ভোগ বেড়েছে প্রান্তিক এ জেলার জনজীবনে।
শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগ নিম্ন আয়ের মানুষের। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। জেলার ১ লাখ শীতবস্ত্রের চাহিদা পাঠানো হলেও মিলেছে ৪৫ হাজার শীতবস্ত্র। তবে সকালে সূর্যের দেখা মেলায় মিলেছে খানিকটা স্বস্তি।
তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, এ মাসে আরও কয়েকটি শৈত্য প্রবাহের পূর্বাভাস রয়েছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..