তিনি বলেছেন, আদর্শভিত্তিক বিপ্লব ব্যতীত বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের পরিবর্তন অসম্ভব।ইউরো ভিশন নিউজ ফ্রান্সের সম্পাদক এম এ মান্নান আজাদের সভাপতিত্বে ও ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এফবিজেএর সমন্বয়ক ও দৈনিক নয়াদিগন্তের ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসাইনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফারাক্কা বাঁধ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এফবিজেএর মুখপাত্র ও ফ্রান্স টোয়েন্টিফরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, অ্যাকটিভিস্ট ও সমাজকর্মী অ্যাডভোকেট মনোয়ার হোসেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এফবিজেএর সদস্য ও দৈনিক কালের কণ্ঠের ফ্রান্স প্রতিনিধি তানভীর আহমেদ তোহা, পার্বত্য অঞ্চল বিষয়ক আন্তর্জাতিক অ্যাক্টিভিস্ট জাফরুল হাসান, সিনিয়র সাংবাদিক শাহ সুহেল, আকাশ গবেষক সালমান, কমিউনিটি নেতা শহিদুল ইসলাম, সমাজকর্মী ওয়াদুদ তানভীর, কবি আব্দুল কুদ্দুস হাসান, বাংলাভিশন টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি সাংবাদিক ইয়াসির খোকন, চ্যানেল ২৪-এর ফ্রান্স প্রতিনিধি সাংবাদিক মামুন মাহিন, সাংবাদিক অনুক্ত কামরুল, মোহাম্মদ আরাফাত প্রমুখ।প্রধান অতিথি প্রবীণ সাংবাদিক সাঈদ তারেক তার বক্তব্যে বলেন, ‘২০২৪-এর জুলাই মাসে যে অভ্যুত্থান দেশের আপামর জনগণ সংঘটিত করল তা একটি পূর্ণাঙ্গ বিপ্লবের সূচনা মাত্র। এদেশকে স্বকীয় স্বাধীন ও মর্যাদাপূর্ণ সত্তা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আদর্শভিত্তিক বিপ্লবের বিকল্প নেই।’