বাংলাদেশি অভিবাসী পুলিশ কর্মকর্তা দিদারুলের জানাজায় হাজারো মার্কিনের ঢল
Asad zaman
/ ৪
ভিউ:
হালনাগাদ:
শনিবার, ২ আগস্ট, ২০২৫
শেয়ার করুন:
বাংলাদেশি অভিবাসী এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজায় বৃহস্পতিবার (৩১ জুলাই) ব্রঙ্কসের একটি মসজিদে জড়ো হয়েছেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের হাজারো কর্মকর্তা, রাজনীতিবিদ, বন্ধু-বান্ধব ও প্রিয়জনরা। এ সময় তারা দিদারুলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ২০২১ সাল থেকে এনওয়াইপিডির পুলিশ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা দিদারুল এ সপ্তাহের শুরুতে পার্ক এভিনিউতে বন্দুকধারীর গুলিতে নিহত হন।
ছবিতে দেখে নেওয়া যাক বাংলাদেশ থেকে ২০ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো এই নায়কের দাফন আয়োজনের কিছু মুহূর্ত।
এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুল ইসলামের মরদেহ ব্রঙ্কসে জানাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : এএফপিপুলিশ বিভাগের প্রটোকলে নিয়ে যাওয়া হচ্ছে দিদারুল ইসলামকে। ছবি : এএফপিকফিনের পেছনে দিদারুলের পরিবার। ছবি : এএফপিমোটরসাইকেল শোভাযাত্রায় সম্মান জানানো হচ্ছে দিদারুলকে।
ছবি : এএফপি
দিদারুলের বিদায়ে প্রকৃতিও অশ্রুসিক্ত, নেমেছে বৃষ্টি। ছবি : এএফপিদিদারুলের জানাজায় উপস্থিত নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক এডামস। ছবি : এএফপি দিদারুলের ছবি হাতে নিয়ে হাঁটছেন এক মার্কিন। ছবি : এএফপি