অবশেষে কোচ পিটার বাটলারের অধীনে মাঠের অনুশীলনে ফিরেছেন বিদ্রোহ করা ফুটবলাররা। মঙ্গলবার সকাল ৬টায় ধানমণ্ডির আবাহনী মাঠে শুরু হওয়া অনুশীলনে দেখা গেছে কৃষ্ণা-সানজিদাসহ ১৩ ফুটবলারকে। গত বছরের অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকে মাঠের বাইরে ছিলেন তারা।ভুটানের লিগে পারো এফসির হয়ে খেলতে সেখানে আছেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া।আর বোনের অসুস্থতায় এখনো ক্যাম্পে যোগ দেননি তহুরা খাতুন। বিদ্রোহ করা ১৮ জনের মধ্যে অনুশীলনে ছিলেন ১৩ জন। সব মিলিয়ে আজকে অনুশীলন করেছেন ৪৪ জন নারী ফুটবলার।বাটলারের সঙ্গে মেয়েদের দূরত্ব তৈরি হয়েছিল সাফের আগে থেকেই।
কাঠমাণ্ডুতে সেটা আরো সামনে চলে আসে। কোচ সিনিয়র খেলোয়াড়দের পছন্দ করেন না বলে মন্তব্য করেন মনিকা চাকমা। এরপর মেয়েদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনেন বাটলারও। অভিযোগ পাল্টা অভিযোগের পরও শিরোপা জেতে বাংলাদেশ এবং বাটলারকে আরো দুই বছরের জন্য নিয়োগ দেয় ফেডারেশন।এরপর গত ৩০ জানুয়ারি সাবিনাসহ ১৮ ফুটবলার একযোগে এসে বাটলারের বিরুদ্ধে অবস্থান নেন। জানান, বাটলার থাকলে তারা থাকবেন না। এরপর অনেক জল ঘোলা হয়েছে। ফেডারেশন থেকে বিশেষ কমিটি গঠন করা হয়। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দফায় দফায় মেয়েদের সঙ্গে আলোচনায় বসেন।তাতেও কাজ হয়নি। পরবর্তী সময়ে ফেব্রুয়ারিতে বিদ্রোহ করা মেয়েদের ছুটিতে পাঠিয়ে নতুন দল নিয়ে আরব আমিরাত সফরে যায় বাংলাদেশ। এরপর ছুটি কাটিয়ে গত ৬ এপ্রিল আবার ক্যাম্পে ফেরেন মেয়েরা। গতকাল বাটলারের সঙ্গে আলোচনা করে উভয় পক্ষ বিভেধ ভুলে নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। যার ফলেই আজ অনুশীলনে যোগ দিয়েছেন সানজিদারা।
এ ক্যাটাগরির আরো নিউজ..