দীর্ঘ ১৩ বছর প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরিচালক আদনান আল রাজীব। দেখতে দেখতে বিয়ের পাঁচ মাস পূর্ণ হয়েছে এই দম্পতির। এর মধ্যে বেশ কয়েকবারই বিদেশ সফরে গিয়েছেন মেহজাবীন; প্রায় সব সফরেই সঙ্গে ছিলেন তার স্বামী আদনান আল রাজীব। যদিও সেসব ছিল কাজের সূত্রে কিংবা অবকাশ যাপনের বিভক্ত আয়োজন।এবার জানা গেল, এই দম্পতি হানিমুন করতে গিয়েছেন শিল্প-সংস্কৃতির দেশ ইতালিতে।
এক ফেসবুক পোস্টে আজ শনিবার ইতালির মনোরম লেইক কমো থেকে বেশ কিছু ছবি শেয়ার করেন মেহজাবীন। ছবিগুলোতে কখনো নীলচে পোশাকে লেইক কমোর নীল জলের পাড়ে দাঁড়িয়ে একা মেহজাবীন, কখনো বা রাজীবের কাঁধে মাথা রেখে প্রেমময় মুহূর্তে ধরা দিয়েছেন।ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সব সময় শুনতাম, লেইক কমো হলো বিশ্বের সবচেয়ে রোমান্টিক জায়গাগুলোর একটি, বিশেষ করে কাপলদের জন্য।তাই নিজের চোখে দেখতে চলে এলাম। সত্যি বলতে, যেন স্বপ্নের মতো লাগছিল! আমরা ভাগ্যবান, কারণ আমাদের হানিমুনের কয়েকটি দিন এখানে কাটিয়েছি। শান্ত, সুন্দর আর ছোট ছোট মুহূর্তে ভরপুর, যা কখনো ভুলব না।’সেই পোস্টে অনেকেই তাদের শুভকামনা জানিয়েছেন।কেউ লিখেছেন, ‘সবচেয়ে প্রিয় জুটি।’ আবার মজা করে কেউ মন্তব্য করেছেন, ‘আপনাদের হানিমুন এখনো শেষ হলো না?’
এ ক্যাটাগরির আরো নিউজ..