চট্টগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৪ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈদালী এলাকার আনোয়ার মাষ্টার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে স্থানীয়রা ও মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন যতক্ষণে নিয়ন্ত্রণে আনেন ততক্ষণে ৪ পরিবারের সব কিছু পুড়ে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- খোরশেদ আলম দুলাল, বেলাল হোসেন, হেলাল উদ্দিন ও আবু জাফর।প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইরান জানান, আমি রাত ৯টার একটু আগে গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখি কোনো অগ্নিকাণ্ডের ঘটনা দেখি নাই, ৫ থেকে ১০ মিনিট পর আবার আসার সময় দেখি আগুন জ্বলছে। আগুনের জন্য রাস্তা দিয়ে গাড়ি চালাতে পারিনি রাস্তায় যানজট লেগে যায়। ক্ষতিগ্রস্ত খোরশেদ আলম দুলাল জানান, যখন আগুন লাগে তখন আমাদের ঘরে কেউ ছিল না। আমার স্ত্রী ডাক্তার দেখাতে বাজারে যায়, আমি দোকানে ছিলাম।