হাসপাতালের একটি সূত্র নিশ্চিত করেছে, ‘আপাতত বিপদমুক্ত তামিম ইকবাল।
হাসপাতালের একই সূত্র জানিয়েছে, ‘অবস্থা যেহেতু ভালো, তাকে (তামিম) আজ ঢাকায় শিফট করা হতে পারে।
এদিকে তামিমের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সতর্কতা হিসেবে বিদেশের কোনো চিকিৎসকের অভিমত নিয়ে সহসা দেশের বাইরে যাচ্ছেন তামিম। সম্ভাব্য গন্তব্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। সে মতে ভিসা সংক্রান্ত কার্যক্রমও শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক তামিমের ঘনিষ্ঠ এক বন্ধু
উল্লেখ্য, এর আগে গতকাল বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আচমকা বুকে ব্যথা নিয়ে সাভারের কেপিজে হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে।
এদিকে সুস্থ তামিমের হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার খবর স্পর্শ করেছে ক্রিকেটবিশ্বকে।