রাজধানীর ভাটারায় রান্নাঘরের গ্যাসলাইনের লিকেজ থেকে আগুন লেগে এক পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন গৃহকর্তা হালিম শেখ (৫০), স্ত্রী শিউলি বেগম (৪৫), ছেলে হানিফ শেখ (২৪) ও হালিমের বোন রহিমা বেগম (৫০)।
বুধবার (২ জুলাই) সন্ধ্যায় ভাটারার পূর্ব নূরের চলা এলাকায় একটি টিনশেড বাসায় এই দুর্ঘটনা ঘটে। হালিম শেখের ভাগ্নে সাগর আহমেদ আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।হাসপাতালের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে হানিফ শেখের শরীরের ৯০ শতাংশ এবং হালিম শেখের শরীরের ৩৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজন সামান্য দগ্ধ হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। সাগর আহমেদ জানান, হানিফ রান্নাঘরে ডিম ভাজতে গিয়েছিলেন।হঠাৎ গ্যাস লাইনের লিকেজ থেকে তাঁর লুঙ্গিতে আগুন ধরে যায়। তাঁর চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা তাঁকে রক্ষা করার চেষ্টা করেন। এ সময় বাকিরাও আগুনে দগ্ধ হন।