রাজধানীর যাত্রাবাড়ীর শহিদ ফারুক রোডের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন— রিপন (৪০), তার স্ত্রী ইতি (৩০) এবং মেয়ে রাফিয়া (৪)।বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দগ্ধ একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির ৪৫ শতাংশ, ও রাফিয়া ৯০ শতাংশ দগ্ধ হয়। যাত্রাবাড়ি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলামিন বলেন, যাত্রাবাড়ি থানাধীন শহিদ ফারুক রোডের একটি ৬ষ্ঠ তলা ভবনের নিচ তলার বাসায় রাত ১টার দিকে মশার কয়েল ধরাতে যায়। এ সময় সেখানে জমা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে।তিনি বলেন, ওই বাসায় বাথরুমের মেনহল মুখ ছিল, সেখান থেকে গ্যাস হয়ে থাকতে পারে বলে দগ্ধের পরিবারের পক্ষ থেকে জানা গেছে। তিনি আরো বলেন, ওই বাসায় স্বামী, স্ত্রী, ও তাদের এক সন্তান নিয়ে বসবাস করতেন। রিপনের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়ায় উপজেলায়।