নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি উপজেলার বসুন্ধরা সিমেন্টের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউট পয়েন্টের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় হাজী এ আজিজ সুপার মার্কেটে ফিতা কেটে মেসার্স সততা বিল্ডার্সে এ পয়েন্টের উদ্বোধন করা হয়। এটি রূপগঞ্জ ও আড়াইহাজারের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউট পয়েন্ট হিসেবে চালু করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিমেন্ট সেক্টরের এসবিজির চিফ সেলস অফিসার শাহ জামাল সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিমেন্ট সেক্টরের এসবিজির জিএম আজাদ রহমান, জিএম মার্কেটিং মো. আলাউদ্দিন।সিমেন্ট সেক্টরের এসবিজির চিফ সেলস অফিসার শাহ জামাল সিকদার বলেন, ‘আমাদের সিমেন্ট বাজারের যেকোনো দোকান থেকে কিনে আপনারা চাইলে বুয়েট কুয়েট যেকোনো যায়গায় টেস্ট করতে পারবেন এবং এর খরচ আমরা দিয়ে দেবো। আমাদের জানাতে হবে, আমাদের থেকেও কিনতে হবে না। যেকোনো দোকান থেকে কিনলেই হবে। মেট্রো রেলসহ বিভিন্ন প্রোজেক্টে আমাদের সিমেন্ট ব্যবহৃত হচ্ছে।আমাদের এখানকার জন্য দুটি গাড়ি ব্যবস্থা করা হয়েছে যেন দ্রুত সিমেন্ট পরিবহন করা যায়। রূপগঞ্জ ও আড়াইহাজারে বিক্রির শীর্ষে উঠে আসবে বসুন্ধরা সিমেন্ট।আজাদ রহমান বলেন, আজকের এই অনুষ্ঠানটি আমাদের ও সততা কিল্ডার্সের জন্য গুরুত্বপূর্ণ। তাদের ব্যবসায়ের নতুন মাইলফলক আজকে যুক্ত হলো।আপনারা এ যাত্রায় বসুন্ধরার পক্ষ থেকে তাদের সঙ্গে এগিয়ে যাবেন।মো. আলাউদ্দিন বলেন, বসুন্ধরা গ্রুপ থেমে যেতে আসে নাই। সামনে অনেকদূর যেতে হবে। বাংলাদেশে আমরা শুরু থেকেই সিমেন্ট উৎপাদন করছি।এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার মো. শওকত ওসমান, সহকারী ম্যানেজার নাজমূল হক, এরিয়া সেলস ম্যানেজার রবিউল হাসান, মেসার্স সততা বিল্ডার্সের স্বত্তাধিকারী মো. চান মিয়া ও মো. শাহ আলম।