বলা হয়ে থাকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের পারফরম্যান্সে পড়তি পড়ে। ক্রিস্টিয়ানো রোনালদো যেন এ ক্ষেত্রে ব্যতিক্রম। তা না হলে অন্যরা যখন এর সংস্পর্শে এসে বুট জোড়াই তুলে রাখছেন তখন কিনা দিব্যি মাঠ মাতিয়ে বেড়াচ্ছেন পর্তুগিজ তারকা।
শুধু মাঠই নয়, জালও কাঁপাচ্ছেন রোনালদো।চলতি মৌসুমে ৩৬ ম্যাচের ৩২ গোলই তার প্রমাণ। আল-নাসরের হয়ে এমন দুর্দান্তে ছন্দে নিজের স্বপ্নের পেছনে ছুটছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ারে হাজারতম গোল করতে চান তিনি। বর্তমানে তার নামের পাশে গোলসংখ্যা ৯৩৩টি।