শিক্ষার্থীদের সৎ ও ভালো মানুষ হওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুর্নীতি-অপরাধ না করার চর্চাগুলো এখন থেকে শুরু করতে হবে বলে জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন হাসনাত। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন। শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত ১৬ বছর দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি। অফিস-আদালতে ঘুষ, দুর্নীতি একটি প্রথা হয়ে গিয়েছিল। মন্ত্রী-এমপিরা দুর্নীতি করে করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যারা এসব কাজ করছে তারা একটি সময়ে আজকে তোমরা যেখানে বসেছো সেখানে বসেছিল।