পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় দুদকের করা পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল সোমবার দিন ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ সাক্ষ্যগ্রহণ করবেন। এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ সুলতান মাহমুদ বলেন, তিন মামলায় সাক্ষ্য গ্রহণ হবে। এর মধ্যে এক মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, আরেক মামলায় সজীব ওয়াজেদ জয়সহ ১৭ এবং অপর মামলায় সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জন আসামি রয়েছেন।