রবিবার (২০ এপ্রিল) রাতে আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরাম পাশা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি সেচ পাম্প নিয়ে বাবুলের সঙ্গে তার আপন ভাতিজাদের বিরোধ চলছিল।এ নিয়ে রবিবার রাত সাড়ে ৮টার দিকে বাবুল তার ভাতিজাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে বাবুলের ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এতে ঘটনাস্থলে বাবুল মারা যান।আটপাড়া থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাবুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।