গাজার সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়েছেন আলোচিত ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারি। সোমবার এক ভিডিও বার্তায় প্রতিবাদ জানানোর পাশাপাশি আগামী ১২ এপ্রিল ঢাকায় আয়োজিত মার্চ ফর গাজায় নিজের অংশগ্রহণের কথা জানান তিনি।ভিডিও বার্তায় আজহারি বলেন, ‘আগামী ১২ এপ্রিল (শনিবার) বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি হবে। আমি সশরীরে ওই কর্মসূচিতে অংশ নেব।আসুন, আমরা সবাই মিলে, সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই।’
এ ক্যাটাগরির আরো নিউজ..