টটেনহামে কাটিয়েছেন ১৪ বছরেরও বেশি সময়। হ্যারি কেইন যে ক্লাবে নিজেকে গড়ে তুলেছেন, যেখানে একের পর এক গোল করে নিজের নাম তুলেছেন উঁচুতে, সেই ক্লাবই গত বছর ছেড়েছিলেন অধরা শিরোপার স্বাদ পেতে। কিন্তু হায়! বায়ার্ন মিউনিখেও নিজের অভিষেক মৌসুমে শিরোপার সন্ধান মেলেনি কেইনের। মৌসুমে বায়ার্নও ছিল শিরোপাহীন।