মাসচেরানো বলেন, ‘পিএসজি এখন দুর্দান্ত ফর্মে, ইউরোপের চ্যাম্পিয়ন। কিন্তু মানুষ এখনো শুধু লিও মেসিকে দেখতেই টিকিট কাটে, এমনকি সে ৩৮ বছর বয়সেও।’মায়ামি-পিএসজির মধ্যকার শেষ ষোলোর এই ম্যাচে ৬৫ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন স্টেডিয়ামে। সবাই মুখিয়ে ছিলেন মেসির জাদু দেখার জন্য।যদিও একপেশে এই ম্যাচে ইন্টার মায়ামি ৪-০ ব্যবধানে হেরে যায়। গ্রুপ পর্বে পোর্তোর বিপক্ষে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করেছিলেন মেসি। আর পিএসজির বিপক্ষে দ্বিতীয়ার্ধে বেশ কিছু মুহূর্তে আলো ছড়ান তিনি। রএকবার দুর্দান্ত ওভারহেড পাসে সুয়ারেজকে গোলের সুযোগ তৈরি করে দেন, কিন্তু ফিনিশ করতে পারেননি তার সাবেক বার্সা সতীর্থ।মাসচেরানো বলেন, ‘আমার মতে লিও দুর্দান্ত খেলেছে। দ্বিতীয়ার্ধে আমরা তাকে আরো বেশি খুঁজে পেয়েছি। প্রথমার্ধে পিএসজির প্রেসিংয়ের কারণে তা সম্ভব হয়নি।’