বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছে ঢাকায় সফররত দেশটির প্রতিনিধি দল। আগামী ৯ জুলাই ওই শুল্ক আদেশের ওপর ৯০ দিনের স্থগিতাদেশ শেষ হওয়ার আগেই এটি করার কথা বলেছেন তারা। মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল অ্যান চুলিক ও অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে প্রতিনিধি দল গত বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে এ পরামর্শ দেয়। গতকাল শুক্রবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।বৈঠকে প্রতিনিধি দল জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আদেশের ওপর ৯০ দিনের স্থগিতাদেশ খুবই সীমিত সময়ের। এ সমস্যার স্থায়ী সমাধানে এর মধ্যেই বাংলাদেশের সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া উচিত।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএআইডির তহবিল হ্রাসের বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্র সচিব সংস্থাটির স্বাস্থ্য ও কৃষি খাতে তহবিলের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করেন। মার্কিন উন্নয়ন অর্থ করপোরেশনে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য সমর্থনও চান। এ বিষয়ে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন বলে জানায় মার্কিন প্রতিনিধি দল।