খারাপ কোলেস্টেরল রক্তনালির দেয়ালে জমে ধমনি সরু করে দিতে পারে, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। অপরদিকে ভালো কোলেস্টেরল এই অতিরিক্ত কোলেস্টেরল সরিয়ে হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।কোলেস্টেরলের মাত্রা যখন শরীরে অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, তখন বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে। যেমন—হাঁটার সময় বা ব্যায়ামের পর পায়ে ব্যথা বা খিঁচুনি হতে পারে।শ্বাস নিতে অসুবিধা হতে পারে, কারণ ফুসফুসে রক্ত সরবরাহ কমে যায়। অনেক সময় অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা অনুভব হয়, যা শরীরে পর্যাপ্ত রক্ত ও অক্সিজেনের অভাবের কারণে ঘটে। হাত-পায়ে ঝিনঝিনি বা অসাড় অনুভূতি হতে পারে রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে। চোখের চারপাশে হলুদাভ দাগ দেখা যেতে পারে, যা কোলেস্টেরল জমার ইঙ্গিত দেয়।