হুযাইফাহ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নিজ বিছানায় শোয়ার সময় নিজ হাত গালের নিচে রাখতেন, তারপর বলতেন :
اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
উচ্চারণ : ‘আল্লাহুম্মা বিস্মিকা আমূতু ওয়া আহ্ইয়া’
অর্থ : ‘আল্লাহ! আপনার নামেই মরিব, আপনার নামেই জীবিত হইব।’
আর যখন তিনি ঘুম থেকে জাগতেন তখন বলতেন-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
উচ্চারণ: ‘আলহামদু লিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না- বা’দা মা- আমা-তানা- ওয়া ইলাইহিন্ নুশূর’
অর্থ : সব প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করলেন এবং তাঁরই দিকে আমাদের পুনরুত্থান।
-( বুখারি, হাদিস ৬৩১৪)
মহান আল্লাহ আমাদের সবাইকে নববী সুন্নাতের ওপর আমল করে ঘুমানোর ও জাগ্রত হওয়ার তাওফিক দান করুন।