প্রশ্ন : আমরা এশার নামাজের আগে সুন্নত নিয়তে যে চার রাকাত নামাজ আদায় করি, তার ব্যাপারে কোনো হাদিস আছে কি? আর যদি কোনো হাদিস না থাকে, তাহলে সুন্নতের নিয়তে এশার আগে চার রাকাত আদায় করা যাবে কি?উত্তর : মাগরিব ছাড়া অন্য চার ওয়াক্তে আজান-ইকামতের মাঝখানে নামাজের কথা স্পষ্টভাবে হাদিসে বর্ণিত আছে, তবে এশার আগে কত রাকাত তা স্পষ্টভাবে উল্লেখ নেই। যদিও আলী (রা.) চার রাকাত পড়তেন। আর সাহাবির আমল ইসলামের দলিলের অন্তর্ভুক্ত। রাসুল (সা.) খুলাফায়ে রাশিদিনের আমল দৃঢ়ভাবে গ্রহণ করার প্রতি তাগিদ দিয়েছেন।তাই এশার আগে চার রাকাত নামাজ সুন্নতের নিয়তে পড়া যাবে। (বুখারি : ১/৮৭)সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।
এ ক্যাটাগরির আরো নিউজ..