প্রশ্ন : আমাদের এলাকায় একটি ওয়াকফ্কৃত কবরস্থানে শতাধিক বছর ধরে লাশ দাফন করা হচ্ছে। এখন কিছু লোক একত্র হয়ে মসজিদ-মাদরাসার নামে ওই কবরস্থানে দুই-তিন তলাবিশিষ্ট ভবন নির্মাণ করছে। আমার জানার বিষয় হলো, কবরস্থানের জন্য ওয়াকফ্কৃত জায়গায় ভবন নির্মাণ করা ইসলামের বিধান মতে জায়েজ কিনা?
-আহসান, রংপুর
উত্তর : ওয়াকফ্কৃত কবরস্থানে কবর দেওয়ার ধারাবাহিকতা চালু থাকলে তাতে মসজিদ বা মাদরাসার জন্য ভবন তৈরি করার অনুমতি নেই। (আদ্দুররুল মুখতার : ১/৩৯০, রদ্দুল মুহতার : ৪/৪৩৩, ফাতাওয়ায়ে রশিদীয়া : ৫৩৫)।