প্রশ্ন : কেউ কিছু ধার চাইলে তাকে দেওয়া কি আবশ্যক হয়ে যায়? এমনকি সামর্থ্য থাকা সত্ত্বেও নিষেধ করার সুযোগ আছে?
-শফিক, রংপুর
উত্তর : কারো কাছে কোনো কিছু ধার চাওয়া হলে তা দেওয়া তার ওপর আবশ্যক নয়, তবে সামর্থ্য থাকা সত্ত্বেও নিষেধ করা অনুচিত। (সুরা : মাউন, আয়াত : ৭, আহকামুল কোরআন : ৩/৭১৮, আল-লুবাব ফি শরহিল কিতাব : ৩৭৯)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।