পাল্লা দিয়ে বাড়ছে গরম। আর এই সময়েই অনেকেই ছুটির ফাঁকে বেরিয়ে পড়েন ভ্রমণে। তবে গরমে ঘোরাঘুরির অভিজ্ঞতা আরামদায়ক করতে গেলে আগে থেকেই কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র গুছিয়ে নেওয়া প্রয়োজন। চলুন, দেখে নেওয়া যাক, কী কী রাখলে গরমে অসুবিধা কমবে।
পাল্লা দিয়ে বাড়ছে গরম। আর এই সময়েই অনেকেই ছুটির ফাঁকে বেরিয়ে পড়েন ভ্রমণে। তবে গরমে ঘোরাঘুরির অভিজ্ঞতা আরামদায়ক করতে গেলে আগে থেকেই কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র গুছিয়ে নেওয়া প্রয়োজন। চলুন, দেখে নেওয়া যাক, কী কী রাখলে গরমে অসুবিধা কমবে।
তোয়ালে ও ছাতাএই সময় হঠাৎ বৃষ্টির সম্ভাবনা থাকে।রোদের হাত থেকেও বাঁচায় ছাতা। তাই ছোট তোয়ালে ও ছাতা অবশ্যই রাখার পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞরা।
সানস্ক্রিনরোদের তেজ থেকে ত্বক বাঁচাতে সানস্ক্রিন অপরিহার্য, বিশেষত সমুদ্রসৈকতে। সঙ্গে রাখুন রোদচশমা, টিস্যু পেপার ও স্যানিটাইজার, যাতে জীবাণুর সংক্রমণ এড়ানো যায়।গরমে স্বাস্থ্য ও আরামকে গুরুত্ব দিতে চাইলে, বেড়াতে বেরোনোর আগে ব্যাগে এই জিনিসগুলি রাখতেই হবে।তাহলেই গরমকে হার মানিয়ে উপভোগ করা যাবে নির্ভার ছুটি।