তিনি হাজারীবাগে বিজিবি ৫ নম্বর ফটক সংলগ্ন বাসায় ভাড়া থাকতেন। অন্যদিকে হাজারীবাগে নিহত নুরুল হক (২৪) পেশাদার ফটোগ্রাফার ছিলেন। তিনি ধানমন্ডির শংকর এলাকার একটি মেসে থাকতেন। বুধবার (২১ মে) ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জনান, হাজারীবাগ থানার জাফরাবাদ এলাকায় চাঞ্চল্যকর ফটোগ্রাফার নুরুল হক হত্যা এবং জিগাতলা এলাকায় চাঞ্চল্যকর আলভী হত্যা মামলার রহস্য উদঘাটন ও আলামতসহ আসামি গ্রেপ্তার করা হয়েছে।এ বিষয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।