পুরো চুলে তেল লাগান: শুধু মাথার ত্বকে নয়, চুলের গোড়া থেকে আগা পর্যন্ত তেল লাগানো জরুরি। এটি চুলকে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে এবং চুলের আগা ফেটে যাওয়া রোধ করে।
তেল কতক্ষণ রাখবেন?
তেল মালিশের পর কমপক্ষে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত তেল মাথায় রাখা ভালো। তবে, কেউ যদি চান, তাহলে সারারাতও তেল রেখে দিতে পারেন। তবে যাদের তৈলাক্ত চুল, তাদের জন্য সারারাত তেল রাখা উচিত নয়।
শীতকালে বাড়তি যত্ন: শীতকালে চুলের যত্ন নিতে তেল ব্যবহারের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। অতিরিক্ত ঠাণ্ডা তেল চুলের গোড়া শক্ত করে দিতে পারে, তাই তেল হালকা গরম করে ব্যবহার করা ভালো।
শ্যাম্পু ব্যবহার : তেল মালিশের পর শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে ধুয়ে ফেলুন। একবার শ্যাম্পু করার পর যদি মনে হয় তেল লেগে আছে, তাহলে আরেকবার শ্যাম্পু করতে পারেন।