عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ مَا مِنْ يَوْمٍ ُصْبِحُ الْعِبَادُ فِيهِ إِلاَّ مَلَكَانِ يَنْزِلاَنِ فَيَقُولُ أَحَدُهُمَا اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا وَيَقُولُ الآخَرُ اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا
আবু হুরাইরাহ (রা.) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: প্রতিদিন সকালে দু’জন ফেরেশতা অবতরণ করেন।
সংক্ষিপ্ত ব্যাখ্যা
প্রতিদিন ভোরের আলো ফুটতেই অদৃশ্য জগতে ঘটে যায় এক আশ্চর্য দৃশ্য। রাসূলুল্লাহ (সা.)-এর ভাষ্যমতে, প্রতিদিন সকালে দু’জন ফেরেশতা অবতরণ করেন। একজন আল্লাহর কাছে মিনতি করে বলেন, “হে আল্লাহ! দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন।
এই হাদিস মানবজীবনের এক মৌলিক সত্যকে স্মরণ করিয়ে দেয়— দানশীলতা হলো কল্যাণের দুয়ার, আর কৃপণতা হলো ধ্বংসের কারণ। দানকারীর অর্থ-সম্পদ আসলে কমে যায় না; বরং আল্লাহ তার দানের বিনিময়ে দুনিয়ায় বরকত দান করেন এবং আখিরাতে বহুগুণ পুরস্কার প্রদান করবেন। কোরআনে আল্লাহ বলেছেন:
مَثَلُ الَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَهُمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّۃٍ اَنۡۢبَتَتۡ سَبۡعَ سَنَابِلَ فِیۡ كُلِّ سُنۡۢبُلَۃٍ مِّائَۃُ حَبَّۃٍ ؕ وَ اللّٰهُ یُضٰعِفُ لِمَنۡ یَّشَآءُ ؕ وَ اللّٰهُ وَاسِعٌ عَلِیۡمٌ ﴿۲۶۱﴾
“যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত একটি শস্য দানার মতো; যা থেকে সাতটি শীষ বের হয়, প্রত্যেক শীষে থাকে একশ’টি দানা।
অন্যদিকে, কৃপণতা শুধু অর্থ আঁকড়ে ধরার নাম নয়; এটি আত্মাকে সংকীর্ণ করে, হৃদয়কে শক্ত করে এবং মানুষকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে। ইতিহাস সাক্ষী, কৃপণতা বহু জাতিকে ধ্বংস করেছেঅতএব, দান একটি সাধারণ সদাচরণ নয়; এটি প্রতিদিন ফেরেশতাদের দোয়া পাওয়ার সুযোগ।দানের মাধ্যমে মানুষ নিজেকে মুক্ত করে স্বার্থপরতার সংকীর্ণতা থেকে, আর কৃপণতার মাধ্যমে ডেকে আনে ধ্বংসের পরিণতি।তাই আসুন, দানের দ্বার খুলে দিই; যাতে ফেরেশতাদের দোয়া প্রতিদিন আমাদের জীবনকে কল্যাণ ও বরকতে ভরিয়ে দেয়।