عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ الْبَخِيلُ الَّذِي مَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَىَّ ” .
আলী ইবনু আবি তালিব (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কৃপণ সেই লোক, যার কাছে আমার আলোচনা করা হয় অথচ সে আমার ওপর দরূদ পড়ে না। (তিরমিজি, হাদিস : ৩৫৪৬)
হাদিসের শিক্ষা
মহানবী (সা.)-এর নাম উচ্চারিত হওয়া মানেই তাঁর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মানের নব নব স্মরণ। তাই তাঁর নাম শুনে দরূদ পাঠ করা ঈমানের স্বাভাবিক প্রতিক্রিয়া। এই হাদিসে মহানবী (সা.) যাকে ‘কৃপণ’ বলেছেন, সে হৃদয়ের দিক থেকে কৃপণ।যার কাছে নবীর নাম উচ্চারিত হয়, কিন্তু সে দরূদ পড়ে না, সে নিজের জন্য বরকত, রহমত ও মাগফিরাতের দুয়ার বন্ধ করে দেয়।মহান আল্লাহ আমাদের সবাইকে মহানবী (সা.)-এর নামের প্রতি থাযথ সম্মান প্রদর্শনের তাওফিক দান করুন। তাঁর দেখানো আলোকময় পথে জীবন পরিচালনার তাওফিক দান করুন।