প্রশ্ন : সাত বছরের ঊর্ধ্বে নাবালগ ছেলেরা গ্রামের মসজিদে নামাজ পড়তে আসে। তারা জামাতের সময় কোথায় দাঁড়িয়ে নামাজ পড়বে?
-আসগর হোসাইন, বারিধারা
উত্তর : বুঝমান নাবালগ ছেলে একা হলে বড়দের কাতারে দাঁড়াবে। একাধিক হলে বড়দের পেছনে ভিন্ন কাতারে দাঁড়াবে। তবে ভিন্ন স্থানে দাঁড়ালে দুষ্টামির সম্ভাবনা থাকলে বড়দের কাতারের ফাঁকে দাঁড় করানো যেতে পারে।