প্রশ্ন : আমি এক দিন মসজিদে গিয়ে মাসবুক হই। অর্থাৎ এক রাকাত নামাজ হারাই। ফলে ইমাম সাহেব সালাম ফেরানোর পর হারানো রাকাতটি আমি নিজেই সম্পন্ন করি। কিন্তু ভুলবশত আমি সেই রাকাতে এমন একটি সুরা পড়ি, যা ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে পড়েছেন।
এ অবস্থায় আমার নামাজের বিধান কী? নামাজ কি আবার পড়তে হবে?
-বোরহান উদ্দিন, ফরিদপুরউত্তর : প্রশ্নোক্ত অবস্থায় নামাজ শুদ্ধ হয়ে যাবে। আবার পড়তে হবে না। (আজজখিরাতুল বুরহানিয়া : ২/৬৫, আল ফাতাওয়াল বাজ্জাজিয়া: ১/৫৪, আদ্দুররুল মুখতার : ১/৫৯৬, ফাতাওয়ায়ে দারুল উলুম : ৩/৩৭৭)।
এ ক্যাটাগরির আরো নিউজ..