কিন্তু এই বিশ্বাসের পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।চিকিৎসকরা বলছেন, এই ধারণাটি শুধুই একটি প্রচলিত ভুল ধারণা। তবে তাই বলে ইচ্ছেমতো পাকা চুল উঠানো উচিত নয়। অনেকেই এই অভ্যাসে আক্রান্ত।এর ফলে সংক্রমণ, চুল পড়ে যাওয়া এমনকি টাক পড়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।আসলে, চুলের রং নির্ভর করে মেলানিন নামক এক বিশেষ রঞ্জকের উপর, যা চুলের ফলিকলের কোষ থেকে তৈরি হয়। পাকা চুল উঠালে ওই একই ফলিকল থেকে নতুন চুল গজায় এবং যেহেতু ফলিকলের রঞ্জক উৎপাদন ক্ষমতা কমে গিয়েছে, তাই সেই নতুন চুলটিও সাধারণত সাদা বা পাকা রংয়েরই হয়। পাকা চুল তুললে তার সংখ্যা বাড়ে না ঠিকই, কিন্তু তা চুলের গোড়ায় ক্ষতি করে, যা দীর্ঘমেয়াদে আরো জটিল সমস্যার কারণ হতে পারে।