চশমার তুলনায় কন্টাক্ট লেন্স ব্যবহার অনেক সুবিধাজনক হলেও বর্ষাকালে এর ব্যবহার করতে হয় বাড়তি সতর্কতার সঙ্গে। কারণ এই সময় বাতাসে জীবাণু, ধূলিকণা ও আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় চোখে সংক্রমণের ঝুঁকি অনেক বেশি। চোখ সুস্থ রাখতে বর্ষাকালে কন্টাক্ট লেন্স ব্যবহারের সময় কয়েকটি বিষয় মেনে চলা জরুরি। চলুন, জেনে নিই।
বর্ষার দিনে কন্টাক্ট লেন্স পরে বাইরে বের হওয়া ঝুঁকিপূর্ণ। বৃষ্টির পানিতে থাকা ধূলিকণা বা জীবাণু লেন্সের মাধ্যমে সহজেই চোখে সংক্রমণ ঘটাতে পারে। যদি লেন্স ভিজে যায়, দ্রুত তা খুলে ফেলে চোখ ধুয়ে নিন এবং প্রয়োজনে নতুন লেন্স ব্যবহার করুন।
হাত ভালোভাবে ধুয়ে লেন্স স্পর্শ করুন
লেন্স পরা বা খোলার আগে হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে মুছে নেওয়া উচিত।ভেজা বা অপরিষ্কার হাতে লেন্স ধরলে জীবাণু চোখে পৌঁছতে পারে, যা সংক্রমণের কারণ হতে পারে।
এক তরল বারবার নয়
লেন্স রাখার জন্য নির্দিষ্ট যে তরল ব্যবহার করা হয়, সেটি যেন প্রতিবার নতুন ও পরিষ্কার হয় তা নিশ্চিত করতে হবে। পুরনো বা এক তরল বারবার ব্যবহার করলে জীবাণু সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়।
লেন্স কেস রাখুন পরিষ্কার
লেন্সের কেস প্রতিদিন পরিষ্কার করুন এবং প্রতি তিন মাসে একবার কেস বদলে দিন।অপরিষ্কার কেস থেকেও চোখে সংক্রমণ ছড়াতে পারে।
অস্বস্তি হলে লেন্স ব্যবহার বন্ধ করুন
লেন্স পরার পর চোখ লাল হয়ে যাওয়া, চুলকানি বা জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে লেন্স খুলে ফেলুন। এগুলো সংক্রমণের প্রাথমিক লক্ষণ হতে পারে। প্রয়োজনে চক্ষু চিকিৎসকের পরামর্শ নিন।বর্ষাকালে লেন্স ব্যবহার করলে চোখের যত্নে আরো একটু বেশি যত্নবান হওয়া প্রয়োজন।নিয়ম মেনে চললে আপনি নিশ্চিন্তে ও আরামে লেন্স ব্যবহার করতে পারবেন এই ঋতুতেও।
এ ক্যাটাগরির আরো নিউজ..