আজ শুক্রবার। সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। আর মদিনার পবিত্র মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ ড. সালাহ বিন মুহাম্মদ আল-বুদাইর।
এদিকে মসজিদুল হারামের শায়খ তাওফিক বিন আবদুল হাফিজ ও শায়খ সাইদ বিন উমর ফালাতা ও মসজিদে নববিতে শায়খ ইয়াদ বিন আহমদ শুকরি ও শায়খ উসামা বিন ইবরাহিম কাইয়িম জুমার আজান দেবেন।গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) এক্স-এর বার্তায় পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী কর্তৃপক্ষের ধর্মবিষয়ক বিভাগ এ তথ্য জানিয়েছে। জানা যায়, প্রতি সপ্তাহের মতো আজকের জুমার খুতবাও সরাসরি সম্প্রচার হবে। আরবি ভাষার পাশাপাশি বাংলাসহ বিশ্বের ১০টি ভাষায় খুতবার অনুবাদ শোনা যাবে। ভাষাগুলো হলো- ইংরেজি, ফার্সি, মালাই, উর্দু, চাইনিজ, ফ্রেঞ্চ, হাউসা, তার্কিশ, রুশ, বাংলা।তবে এ সপ্তাহে জুমার খুতবা বিশ্বের ৩৫ ভাষায় অনুবাদ করে সম্প্রচার করা হবে। মানারাতুল হারামাইন ওয়েবসাইটের লিংকে প্রবেশ করে একটি ভাষায় ক্লিক করলে খুতবার অনুবাদ শোনা যাবে।পবিত্র মসজিদুল হারামের জুমার খুতবা বাংলা অনুবাদ করেন চার বাংলাদেশি প্রবাসী। তাঁরা হলেন- মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্নকারী ড. খলীলুর রহমান, একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী ও এমফিল গবেষক মুবিনুর রহমান ফারুক এবং জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শিক্ষার্থী নাজমুস সাকিব।