অনেকের অভ্যাস ব্রণ হলে সেই জায়গায় বারবার হাত দেওয়া। কিংবা ব্রণ শুকিয়ে গেলে তা অনবরত খুঁটতে থাকা। এইসব বদভ্যাস ত্বকের জন্য বিপজ্জনক। এমনিতেই ব্রণ কমানো যথেষ্ট ঝামেলার।তার মধ্যে যদি ব্রণের জায়গায় হাত দেওয়ার কিংবা ব্রণ খুঁটে তোলার অভ্যাস থাকে, তাহলে ব্রণ তো কমবেই না, বরং আরো বাড়বে।ব্রণ খুঁটে তুললে সেই জায়গায় আবারও ব্রণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই এই অভ্যাস ত্যাগ করা জরুরি। ব্রণের জায়গায় হাত দিলে কিংবা ব্রণ খুঁটলে ইনফেকশন বাড়তে পারে।তা ছাড়া সহজে ওই স্থান শুকাবেও না।ব্রণের জায়গায় বারবার হাত দিলে, ব্রণ খুঁটলে সহজে ব্রণের দাগ মেলাতে চায় না। ত্বকে একদম জেঁকে বসে যায় ব্রণের এই দাগ। তাই যাদের ত্বকে ব্রণের সমস্যা বেশি, তারা ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে ত্বকের পরিচর্যা করুন। নিজের ইচ্ছায় কিছু লাগাতে যাবেন না ওই অংশে।ত্বক ভালোভাবে পরিষ্কার রাখলে, ভাজাপোড়া জাতীয় খাবার কম খেলে, মসলা কম খেলে, ত্বক ঝকঝকে উজ্জ্বল থাকবে। খাবার ভালোভাবে হজম না হলে, পেটের সমস্যা বাড়লে কিন্তু ব্রণের সমস্যাও বাড়ে।ব্রণের সমস্যা কমাতে চাইলে কখনোই ব্রণের অংশে হাত দেবেন না, খুঁটবেন না। নয়তো বড় ইনফেকশন হতে পারে।