বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ৬৫ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করেছেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সময়সীমা কমিয়ে ৫৮ দিন নির্ধারণ করার পাশাপাশি ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে নিষেধাজ্ঞার মেয়াদ প্রায় একই সময়ে করা হয়েছে।এরই ধারাবাহিকতায় বাংলাদেশে সোমবার (১৪ এপ্রিল) মধ্যরাত থেকে শুরু হচ্ছে বঙ্গোপসাগরে ৫৮ দিনের সর্বাত্মক সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা, যা চলবে ১১ জুন পর্যন্ত। প্রজনন মৌসুমে সামুদ্রিক মাছ, বিশেষ করে ইলিশ রক্ষায় সমুদ্রগামী মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।