পরিবারের কারো এই সমস্যা থাকলে নিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মস্তিষ্কের ‘ট্রাইজেমিনাল নার্ভ’ উত্তেজিত হলে এবং ‘সেরেটোনিন’ নামক রাসায়নিকের ভারসাম্য বিঘ্নিত হলে মাইগ্রেনের ব্যথা দেখা দেয়। একবার এই ব্যথা শুরু হলে সহজে কমতে চায় না। কিছু নির্দিষ্ট খাবার আছে, যেগুলি এই যন্ত্রণা অনেক গুণ বাড়িয়ে দিতে পারে।চলুন, জেনে নিই।
চকোলেট
চকোলেট ও তার থেকে তৈরি যেকোনো পানীয় বা মিষ্টান্ন মাইগ্রেনের ব্যথা বাড়াতে পারে। চকোলেটে থাকা ক্যাফেইন ও ট্যানিন জাতীয় উপাদান এই সমস্যা তীব্র করে তোলে।