আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর পরিবারের লোকদের একত্রিত করে বলেন, “যখন তোমাদের কারো দুশ্চিন্তা বা দুঃখ-কষ্ট পেয়ে বসে, সে যেন বলে,
اللَّهُ اللَّهُ رَبِّي لَا أشرك به شيئاًউচ্চারণ: আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইয়ান
অর্থ: আল্লাহ, আল্লাহ আমার প্রতিপালক, তাঁর সাথে কোনো কিছুকে শরিক করি না।
-(আবু দাঊদ, হাদিস: ১৫২৫; ইবনু মাজাহ, হাদিস: ৩৮৮২; তাবারানী আল কাবীর, হাদিস: ১২৭৮৮)
।