জিন ও বদনজরাদি থেকে শিশুদের বাঁচাতে নিজের দোয়া পাঠ করে তাদের উপর ফুঁ দিতে পারেন। এতে কারো বদ নজর যেমন লাগবে না। তেমনি জিনের প্রভাব থেকেও সে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ।
أُعِيذُكَ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لامَّةٍ
উচ্চারণ: উঈযুকা বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাহ, মিন কুল্লি শায়ত্ব-নিউ অ হা-ম্মাহ, অমিন কুল্লি আইনিল লা-ম্মাহ।
অর্থ: আমি তোমার জন্য আল্লাহর পূর্ণাঙ্গ কালেমাসমূহের মাধ্যমে প্রত্যেক শয়তানের ও বিষাক্ত প্রাণী থেকে এবং সকল প্রকার বদনজর থেকে মুক্তি চাইছি।
-(আবু দাউদ, হাদিস : ৪৭৩৭)
এ ক্যাটাগরির আরো নিউজ..